কুমিল্লার চান্দিনায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বোনের সন্ধান চেয়েছেন ভাই

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় রেহানা আক্তার (৩৮) নামের এক মানসিক প্রতিবন্ধী বোনের সন্ধান চান তার ভাই মো. গোলাম ফারুক ভূইয়া।
মঙ্গলবার সন্ধ্যা ৫টার পর উপজেলার মোকামবাড়ির নিজ বাসা থেকে নিখোঁজ হন মানসিক প্রতিবন্ধী রেহানা।
তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৫ফুট, স্বাস্থ্য ভাল। তার পড়নে ছিল খয়েরী কামিজ, কালো সেলোয়ার ও প্রিন্টের ওড়না।
হৃদয়বান ব্যক্তিগণ সন্ধান পেলে যোগাযোগ করুন ০১৮৫০৮২৪৮৫৫, ০১৮৬৮১৪৭৫১৫ এই নাম্বারে।