কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ ৮০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: অবৈধ গ্রাহককের জরিমানা

শাহ ইমরান:
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ ৮০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১৩ জন অবৈধ গ্রাহককে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ার ডিমাতলী থেকে ঘোষনগর পর্যন্ত ৮০ টি সংযোগ বিছিন্ন করা হয় ও ১২০০ ফুট গ্যাস পাইপ উত্তোলন করা হয় এবং ৫০০ ফুট পাইপ নিষ্ক্রিয় করা হয়।
বুধবার ( ২৩শে সেপ্টেম্বর ) বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মোস্তাফিজুর রহমান দৈনিক আজকের কুমিল্লাকে জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।