শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০২৫
news-image

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে শাহ নেওয়াজ (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১১।

১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।