কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমি থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
সাকিব আল হেলালঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত সংলগ্ন একটি কৃষি জমি থেকে প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১১টায় চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড লক্ষীপুর গ্রাম থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১১ টায় পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকায় বশির মিয়ার ধান ক্ষেতের জালে আটকা পড়ে প্রায় আট ফুট লম্বা ও ছয় কেজি ওজনের অজগর সাপ। পরে স্থানীয় রিমন ও তার সহযোগীরা অজগর সাপটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে একটি লোহার খাঁচায় আটকে রাখেন। এ সময় অজগর সাপ আটকের খবর মুহূর্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক জড়ো হয়। পরে স্থানীয় লোকজন উপজেলা ও থানা পুলিশকে খবর দেন।
পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু বলেন, লক্ষ্মীপুর গ্রামটি ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি। তাই সাপটি ভারতের কোনো জঙ্গল থেকে খাবারের জন্য এই এলাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কৃষি জমিতে জাল থাকায় অজগরটি সেখানে আটকে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক বলেন, উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। রাজেশপুর ইকো পার্কে অজগরটি অবমুক্ত করা হবে বলে জানান”।