কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী পরিত্যাক্তা এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে মহিউদ্দিন প্রকাশ গাউয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাহির হলে অভিযুক্ত যুবক ওই নারীকে জিম্মি করে ধর্ষণ করে। এসময় নারী চিৎকার করলে যুবক পালিয়ে যায়।
এ বিষয়ে মা নাজমা বেগম শুক্রবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার নারীকে মেডিকেল পরিক্ষার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।