কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত
জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর ভুইয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জানে আলম (৫০) নামে আরো একজন আহত হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ভুইয়া কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার শীবলকপুর গ্রামের সোবহান মৌলুভির ছেলে। তিনি সদর দক্ষিণ উপজেলার জান্নাতুল টিম্বার এন্ড কোং এর মালিক।
এ দুর্ঘটনায় আহত জানে আলমকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত জানে আলম চট্টগ্রামের চানগাও এলাকার নুর আহম্মদের ছেলে।
তিনি জানান, আমি চট্টগ্রাম থেকে কাঠের গাড়ী নিয়ে দাউদকান্দি এসেছিলাম। পরে জাহাঙ্গীর ভাইয়ের সাথে মোটরসাইকেল দিয়ে দাউদকান্দি থেকে গৌরীপুর যাওয়ার পথে শহিদনগর এলাকায় দুর্ঘটনা ঘটে। কিভাবে দুর্ঘটনা হয়েছে বলতে পারবো না।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। আর গত কয়েকদিনে দাউদকান্দি এলাকায় মোটরসাইকেলের একাধিক দুর্ঘটনা ঘটেছে।