কুমিল্লার দাউদকান্দিতে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার
জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে মোঃ জিসান আহম্মেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(৬ জুন) পৌরসভার মাইজপাড়া পশ্চিম দিঘিরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পৌরসভার কাজিরকোনা গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে নিহত জিসান দাউদকান্দির আলোচিত যুবলীগ নেতা রাজন হত্যা মামলার আসামী ছিলেন বলে পুলিশ জানায়।
দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে সিআইডি পুলিশ।