বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৫, ২০২১
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাউদকান্দি উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এ উচ্ছেদ অভিযানে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার ছোট বড় প্রায় ২০ অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের মতলব-বাবুরহাট সড়কের মুখে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এবং উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুকান্ত সাহার নেতৃত্বে চারঘন্টাব্যাপি এ উচ্ছেদ অভিযান চলে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন সাকিব বলেন, দখলদারদের কারনে গৌরীপুর বাসস্ট্যান্ডে সবসময়ই যানজট লেগে থাকে। আর সরকার নির্মিত পাবলিক টয়লেটটিও ব্যবহার করতে পারতোনা সাধারণ যাত্রীরা। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এটি ব্যবহার উপযোগী করা হয়েছে।

আর দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালীরা গৌরীপুর বাসস্ট্যান্ডে মতলব সড়কের প্রবেশদ্বার এবং গৌরীপুর-হোমনা সড়কের দুই পাশে প্রায় ৭০ভাগ জায়গা দখল করে রেখেছে। অচীরেই সেগুলো দখলমুক্ত করেত অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

আর পড়তে পারেন