সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার দেবিদ্বারে শৌচাগারে ঢুকে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২১, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার মাদ্রাসার শৌচাগারে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আরাফাত রহমান নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান (১৪) দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করে আরাফাত রহমান। নামাজ শেষে সে মাদ্রাসা থেকে রশি নিয়ে মাদ্রাসার শৌচাগারে যায়। বেশ কিছুক্ষণ সে শৌচাগার থেকে বের না হওয়ায় সহপাঠিরা শৌচাগারের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে এবং দরজা ধাক্কা দেয়। তারপরও তার কোন সারাশব্দ না পেয়ে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ শৌচাগারের দরজা ভেঙ্গে দেখতে পায় আরাফাত রহমান ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জান্নাতুল মাওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাজহারুল হক সিরাজীর সঙ্গে মোবাইল ফোনে একাধিবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। তারপরও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আর পড়তে পারেন