বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বিজয়পুরে হিন্দু সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠান পাহারায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০২৪
news-image

 

স্টাফ  রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর বিজয়পুর ইউনিয়নের একটি হিন্দু বাড়ির বিয়ের অনুষ্ঠান রাতভর পাহারা দেয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির বিজয়পুর ইউনিয়নের নেতাকর্মীরা।

জানাযায়,গত ৬ আগষ্ট থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লার বিভিন্ন স্থানে মন্দির পহারা দেয় জামায়াত কর্মীরা।

জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে মেয়ের বিয়ে নিয়ে শংকায়  ছিলেন শ্যামল চন্দ্র পাল।বিজয়পুর ইউনিয়নের উত্তর বিজয়পুর গ্রামের শ্যামল চন্দ্র পাল জামায়াত নেতাকর্মীদের অনুরোধ করলে জামায়াত নেতাকর্মীরা পুরো রাত পাহারা এবং নিরাপত্তার দ্বায়িত্ব নেয়।

শ্যামল চন্দ্র মেয়ে শরমিনা রানী পালের বিয়েতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়পুর ইউনিয়ন শাখার সভাপতি মো.মোমিনুল ইসলাম মজুমদার, সেক্রেটারি মো.শাহাদাত হোসেন শাহীন ও কাজী আব্দুল কাদের জিলানী সহ একটি টিম পাহারা দেয়।

এ বিষয়ে জামায়াতের কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন,ছাত্র জনতাসহ সকল নিহতদের রক্তের বিনিময়ে ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে অর্জিত নতুন স্বাধীনতা। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণদের স্বপ্ন, ন্যায়, সাম্য ও অসাম্প্রদায়িক দেশ গড়তে এবং চলমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রতি ফিরিয়ে আনা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করাই আমাদের প্রথম কাজ।

আর পড়তে পারেন