সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বিপক্ষে আজ মাঠে নামছেন গেইল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেক্সঃ

রংপুরের ক্রিস গেইল প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে সময়মতো ছাড়পত্র না আসায়। আগেরদিন ছাড়পত্র চলে আসায় আজ গেইলের খেলতে কোনো বাধা নেই। কাল মিরপুর একাডেমিতে ঘণ্টাদেড়েক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন গেইল। বড় বড় শট মেরে এতদিনের আড়ষ্টতা ঝেড়ে ফেলতে চাইলেন টি ২০-র বড় বিজ্ঞাপন এই ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটসম্যান।

সন্দেহ নেই, গেইলকে পেয়ে চাঙ্গা হয়ে উঠেছে এক হার ও এক জয় পাওয়া রংপুর রাইডার্স। এবি ডি ভিলিয়ার্স চলে এলে রংপুরের ব্যাটিং-গভীরতা হিমালয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। স্বপ্নের উদ্বোধনী জুটি হবে এবি-গেইলের। রংপুরের ছয় ম্যাচ পর ডি ভিলিয়ার্সের আসার কথা।

আর পড়তে পারেন