কুমিল্লার বুড়িচংয়ে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং থেকে ফেন্সিডিলসহ মোঃ সোহেল রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
২৪ মার্চ রাতে উপজেলার নিমসার বাজার এলাকা অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
শনিবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।