কুমিল্লায়ে একদিনেই করোনায় আরও ৮ মৃত্যু, মোট মৃত্যু ৫৪৬
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৮ জনের।এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। এছাড়াও আজ রেকর্ডসংখ্যক করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৫৪৩ জন।
মঙ্গলবার (১৩ জুলাই) করোনায় মৃতদের মধ্যে- কুমিল্লা শহরের ১ জন, সদর দক্ষিণের ২ জন, বুড়িচংয়ে ১ জন, দেবিদ্বারের ১ জন, দাউদকান্দির ১ জন, ও বরুড়ার ২ জন।
এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন ৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১২ হাজার ৫৮৭ জন।mআজ সুস্থ্যদের মধ্যে- শহরের ৬০ জন ও চান্দিনার ১০ জন।
মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।