কুমিল্লায় গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দেড় কেজি গাঁজা ও ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
রোববার মধ্যরাতে উপজেলার শশীদল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সালাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
সোমবার সকালে তাকে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হলে পুলিশ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাটায়।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, রোববার দিনগত রাতে শশীদল বিওপির হাবিলদার মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে টহলকালে সন্দেহবশত সালাউদ্দিনকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে শরীরে স্কসটেপ দিয়ে মোড়ানো দেড় কেজি গাঁজা ও প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ২৩০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির বলেন, এ ঘটনায় বিজিবির হাবিলদার শহীদুল বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছেন। দুপুরে আদালতের মাধ্যমে সালাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।