সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় চিংড়িতে মেশানো হচ্ছে ক্ষতিকারক জেলি, ব্যবসায়িকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বিভিন্ন বাজারে চিং‌ড়ি‌ মাছে ক্ষ‌তিকারক জে‌লি মি‌শি‌য়ে বি‌ক্রির অ‌ভি‌যো‌গ এখন অহরহ পাওয়া যাচ্ছে।

শনিবার সকালে নগরীর টমছমব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ব্যবসায়িকে জরিমানা করা হয়। জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, চিং‌ড়ি‌ মাছে ক্ষ‌তিকারক জে‌লি মি‌শি‌য়ে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে বিন্দু মিয়ার মা‌ছের দোকান‌কে তিন হাজার টাকা জ‌রিমানা ও তিন কে‌জি জে‌লি‌ মি‌শ্রিত চিং‌ড়ি জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম।

আর পড়তে পারেন