কুমিল্লায় টিআর ট্রাভেলসের যাত্রীবাহী বাসে ইয়াবা পরিবহনকালে আটক ২, বাস জব্দ

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার আমতলী এলাকা থেকে টিআর ট্রাভেলসের যাত্রীবাহী বাসে করে ইয়াবা পরিবহনকালে দুই মাদক পাঁচারকারীকে হাতেনাতে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
রবিবার (২৯ নভেম্বর) জেলার আমতলী এলাকায় চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত টিআর ট্রাভেলসের যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ঢাকা মোগদার ৯২/মানিকনগর গ্রামের মৃত রবিউল্লাহর ছেলে মোঃ স্বপন মিয়া (৪০), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কছন্দারা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মোঃ খায়রুল ইসলাম@ দ্বীপ্ত (২৬)।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।