শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার গালিমপুরে খাদ্য সংকটে কয়েক হাজার পরিবার, অধিকাংশই পায়নি সরকারি সাহায্য

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলায় খাদ্য সংকটে পড়েছেন কয়েক হাজার হতদরিদ্র পরিবার। করোনার প্রভাবে জেলায় লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া এসব মানুষের একমাত্র ভরসা এখন সরকারি সাহায্য। অথচ এক মাসের অধিক সময় পার হলেও এসব অসহায় পরিবারের পাশে এসে দাড়ায়নি কেউ। তবে স্থানীয় চেয়ারম্যান জানালেন, হতদরিদ্রদের তালিকায় ১৫শ পরিবারের নাম থাকলেও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় সবার মধ্যে বন্টন সম্ভব হয়নি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বরুড়া উপজেলার ১১নং গালিমপুর ইউনিয়নে প্রায় ৪২ হাজার লোকের বসবাস । তবে বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ফলে প্রায় এক মাসের অধিক সময় ধরে কাজ না থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে এ এলাকার কয়েক হাজার অসহায় পরিবার। তাদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বার কেউ তাদের খবর নেয়নি।

কর্মহীন লোকদের অভিযোগ রয়েছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধেও। বয়স্ক ভাতার নাম করে অনেকের টাকা নিলেও ভাতা দেয়া হয়নি কাউকে। অজুহাত তাদের এখনও বয়স হয়নি। এদিকে এসব অসহায়দের অভিযোগ আর কত বয়স হলে মিলবে ভাতা?

তবে, স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন মো. রবিউল আলম ত্রাণ না পাওয়ার কথা স্বীকার করে জনালেন, প্রায় এ ইউনিয়নে ৬ হাজার পরিবার থাকলেও ত্রাণের তালিকায় নাম রয়েছে মাত্র দেড় হাজার। এর মধ্যে সরকারি অনুদান হিসেবে দেয়া পরিবার প্রতি ১০ কেজি করে চাল ৬৭০টি পরিবারকে দেয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তবে, সরকারি অনুদান পেলে যারা এখনও পায়নি তাদের দেয়া হবে বলে জানান তিনি।

আর পড়তে পারেন