শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডাকাতিয়া নদীর পুন:খনন প্রকল্প পরিদর্শন করলেন এলজিআরডি মোঃ তাজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
মে ১, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জে ঐতিহ্যবাহী ডাকাতীয়া নদীর পুন:খনন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

শুক্রবার মনোহরগঞ্জ উপজেলার চড্ডা গ্রাম থেকে জাওড়া গ্রামের নদনা খাল পর্যন্ত ১৬ কিলোমিটার ব্যাপী ডাকাতীয়া নদীর পুন:খনন প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন মন্ত্রী।  এতে মনোহরগঞ্জ বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।  খাল খননের ফলে অত্র অঞ্চলে কৃষি উৎপাদন এবং অর্থনীতিতে অভূতপূর্ব উন্নয়ন হবে। পরে তিনি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামানসহ আরো অনেকে।

 

আর পড়তে পারেন