কুমিল্লায় তরুণীকে ধর্ষণ চেষ্টা

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগীর ছোট ভাইকে মারধরের করা হয়েছে। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে চাইলেও বাধা দেয়া হচ্ছে।
অভিযুক্তরা হলো- উপজেলার খলিলপুর দক্ষিণপাড়ার প্রবাসী খোরশেদ আলমের ছেলে মো. নাজমুল হাসান, বারেরারচরের আবদুল গফুর মিয়ার ছেলে ট্রাক্টর চালক মো. হুমায়ুন কবীর, একই এলাকার মো. মনির হোসেন ও অপর জনের নাম জানাতে পারেননি ভক্তভোগী।
ভুক্তভোগী তরুণী জানান, বৃহস্পতিবার বিকেলে হুমায়ুন ও নাজমুল তরুণীর মোবাইল নম্বর চাইলে দেননি। এর জেরে তারা তাকে দেখে নেয়ার হুমকি দেয়। রাতে তরুণীকে তুলে নেয়ার খবর পায় ছোট ভাই। সেই খবর বোনকে জানালে সতর্ক হন। তবে রাতে বখাটেরা দরজা ও জানালা ভাঙচুর করে ধর্ষণ চেষ্টা করে। এ সময় ঘরের শিক খুলে ভাইকে মারধর করে। তার আত্মচিৎকারে বখাটেরা পালিয়ে যাবার সময় পুনরায় দেখে নেয়ার হুমকি দেয়।
ওই তরুণীর মা বলেন, ঘটনার সময় পাশের গ্রামের বিয়ে বাড়িতে বাবুর্চির কাজে ছিলাম। স্থানীয় মাতবরদের কাছে বিচার চেয়েছি, তারা আমাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন পার করছি। এছাড়া আইনের আশ্রয় নিতে চাইলে হুমকি দেয়া হচ্ছে।
ফতেহাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল ইসলাম বলেন, অভিযুক্তরা সমাজে নানা ধরনের অপকর্ম করছে। ভুক্তভোগীর পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে সহযোগিতা করা হবে।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।