কুমিল্লায় দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মো. মনির হোসেন (৫৮) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় মারা যান তিনি।
তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার মনকশাই গ্রামে। তিনি প্রায় ৩৫ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে কর্মরত অবস্থায় মনির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে রাতেই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০টায় থানার সামনে প্রথম জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ দাফনের জন্য জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।
মৃত্যুকালে কনস্টেবলে মো. মনির হোসেন স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুমিল্লা পুলিশ সুপার ফারুখ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) স্পিনা রাণী প্রামাণিকসহ সহকর্মীরা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।