কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর ইটভাটায় মিলল যুবকের লাশ
কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর ইব্রাহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার নেয়াপাড়া হার্ট ফাউন্ডেশনের পেছনে এমরান ব্রিকস ফিল্ডের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম (২৪) আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের সাতরা পশ্চিমপাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে একই এলাকার শাকিল, মাসুম ও রানার সঙ্গে মাছ ধরতে বাড়ি থেকে বের হন তার স্বামী। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। ১৯ সেপ্টেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিষয়টি জানানো হলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। শুক্রবার বিকালে নেয়াপাড়া এমরান ব্রিকস ফিল্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাত মরদেহ পাওয়ার খবরে সেখানে ছুটে যান। পরে স্বামীর জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানায়, বেশ কিছু দিন ধরে এলাকার কয়েকজনের সঙ্গে ইব্রাহিমের বিরোধ চলছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।