কুমিল্লায় ভুয়া মাতৃভাণ্ডারের রসমালাই বিক্রি, ৩৫০০০ টাকা জরিমানা আদায়

মাছুম কামাল::
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লায় অবস্থিত জমজম রেস্টুরেন্ট নামক একটা খাবারের রেস্তোরাঁকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, আজ (রবিবার) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে অবস্থিত জমজম রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম এ কোর্ট পরিচালনা করেন।
এ সময় মূল্য তালিকা না রেখে বেশি দামে কফি বিক্রি ও মেয়াদবিহীন নকল মাতৃভাণ্ডারের রসমালাই বিক্রির অভিযোগে হোটেলটিকে ৩৫,০০০ টাকা জরিমানা এবং ১৫০ কেজি রসমালাই জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।