কুমিল্লায় শুক্রবারে ৭৯ জনের করোনা শনাক্ত: সর্বোচ্চ কুমিল্লা শহরে
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় আজ শুক্রবার ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৮ জনে।
আজকের রিপোর্টে কোন মৃত দেখানো হয়নি।
আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ২৮ জন, সদর দক্ষিণে ১০ জন, লাকসামে ৭ জন, হোমনায় ১১ জন, চৌদ্দগ্রামে ২০ জন, বুড়িচংয়ে ৩ জন ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩১ জন, মুরাদনগর ২৫১ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০১১ জন, লাকসামে ২২৪ জন, চান্দিনায় ২০৫ জন, তিতাসে ৯৯ জন, দাউদকান্দিতে ১৪৮ জন, বরুড়ায় ১২৬ জন, বুড়িচংয়ে ১৭৯ জন, মনোহরগঞ্জে ১০২ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৮ জন, নাঙ্গলকোটে ২১২ জন, হোমনায় ১৪১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১১৮ জন, লালমাইয়ে ৬০ জন, চৌদ্দগ্রামে ৩১৮ জন, আদর্শ সদরে ১৪৫ জন, মেঘনায় ৩৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৫০৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৮৭৭ জনের। এর মধ্যে ৩ হাজার ৭৭৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১০৩ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৬১৩ জন।