কুমিল্লায় সদর দক্ষিণে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মহিউদ্দিন ভূইয়া/সাকিব আল হেলালঃ
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার ( ২৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন চৌয়ারা দক্ষিণ বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ সাদ্দাম (২২), পিতা- আব্দুল সাত্তার, সাং- নোয়াপাড়া, থানা- কোতয়ালি, জেলা- কুমিল্লাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব ১১ সিপিসি এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান , গ্রেফতারকৃত ইয়াবা কারবারী কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে কুমিল্লা জেলার কোতয়ালি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এসকল কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।