কুমিল্লায় সীমানার বিরোধে প্রাণ গেল যুবকের
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার রাতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম সোহাগ উপজেলার মৌকরা ইউপির মাঝিপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার আকম মফিজুল ইসলামের ছেলে।
নিহতের বাবা মফিজুল ইসলাম বলেন, একই বাড়ির আসলাম মিয়ার ছেলে আবু তাহেরের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে কথা কটাকাটি হয়। এর জেরে তাহের দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ও তার ভাই আমিনুলকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স ভর্তি করে। পরে নজরুলকে কুমিল্লা মেডিকেল হাসপাতাল ও রাজধানীর লালমাটিয়া রয়েল কেয়ার সার্জিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান।
নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, মফিজুল ইসলাম বাদি হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। মরদেহের ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।