কুমিল্লায় ১২৩ বোতল বিদেশী মদসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চাঁন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ১২৩ বোতল বিদেশী মদসহ মোঃ নূর হোসেন শাপলা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই চাঁন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
সে চাঁন্দপুর এলাকার (মধ্যপাড়া) গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।