কুমিল্লায় ৬২ জন গ্রেফতার

সেলিম সজীবঃ
কুমিল্লার ১৭টি থানার বিভিন্ন এলাকা থেকে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন। তাদেরকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।