রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৬ মাস পার না হতেই কোটি টাকার সড়ক ভেঙ্গে পুকুরে

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০২০
news-image

ডেস্ক রিপোর্ট:

আবারও নির্মাণাধীন সড়ক ভেঙ্গে পড়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের এওচিয়া থেকে খরখরিয়া পর্যন্ত সড়কটি ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। নির্মাণের ৬ মাস পার হতে না হতেই শাহাপুর গ্রামের ভেতরে প্রায় শত মিটার সড়কের অংশ ভেঙে গাছপালাসহ পুকুরে ধসে পড়েছে।

ফলে জনগুরুত্বপূর্ণ এ সড়কে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় ঘটেছে। এদিকে সড়ক নির্মাণের ৬ মাসেই তা ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে চলতি বছরের এপ্রিল মাসে সড়কটি পাকা করার কাজ শেষ করা হয়েছে। দুই কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৫৮৩ টাকা। জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে ২০১৯-২০২০ অর্থবছরে দরপত্রের মাধ্যমে কাজটি পেয়ে মেসার্স শাহাদাৎ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ করে। সড়কটি নির্মাণের ফলে এলাকায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে।

সরেজমিন দেখা গেছে, নবনির্মিত পাকা সড়কের পাশ দিয়ে রয়েছে পুকুর। সড়কটি পাকা করার কাজের সময় ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার দফতর ও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। পুকুরের পাশে সুরক্ষা বাঁধ (গাইডওয়াল) ছাড়াই অপরিকল্পিতভাবে কাজ করায় সড়কটি টেকসই হয়নি।

চলতি বছরের অতিবর্ষণে এ সড়কের পাশে বিভিন্ন স্থানে ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও আবার পাকা সড়কের কিছু অংশ ধসে গাছপালাসহ পুকুরের পেটে চলে গেছে। ওই সড়ক দিয়ে বর্তমানে যান চলাচল করতে পারছে না। তবে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের কিছু মানুষ হেঁটে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, এ সড়কপথে ৬-৭টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে আসছে। এলাকাটি কৃষিতে সমৃদ্ধ হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে গ্রামগুলোর হাট-বাজার থেকে কৃষিপণ্য কিনে নিয়ে যান। সড়কটি ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওই সব ব্যবসায়ী সড়কটি ব্যবহার করতে পারছেন না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। তাই সড়কটি দ্রুত সংস্কারসহ দায়িত্বহীনতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আল-আমিন সর্দার বলেন, সড়কটি নির্মাণ শেষে কয়েক মাসের মাথায় শাহাপুর অংশের কিছু অংশ ভেঙে পুকুরে পড়েছে বলে শুনেছি। তবে স্থানীয় মৎস্য চাষীদের অসচেতনতা এবং টানা বৃষ্টির কারণে সড়কটি ভেঙে গাছপালাসহ পুকুরে ধসে পড়েছে।

সূত্র: যুগান্তর।

আর পড়তে পারেন