কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে সদস্য পদে প্রার্থী ডা. রাসেল

স্টাফ রিপোর্টার:
আগামী ৩১ জানুয়ারী কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন। এ নির্বাচনে ডা: মো: রাসেল আহমেদ চৌধুরী সদস্য পদে প্রার্থী হয়েছেন ।
তিনি কার্ডিয়াক এনেসথেশিয়া ও আইসিইউ’র কনসালটেন্ট। কুমিল্লা সদরের বারপাড়া এলাকার রোকেয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। কুমিল্লা ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য, কুমিল্লা মহানগর ড্যাবের যুগ্ম সম্পাদক এবং কুমিল্লা মহানগর বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক হিসেবে ডা: রাসেল দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, এ নির্বাচনে ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করছি। আশা করি সদস্যগণের ভোটে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে কুমিল্লা ক্লাবের সামগ্রিক উন্নয়ন ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য কাজ করে যাবো।