কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্কাউটের সদস্য ডিসপ্লে প্রদর্শন করে। পরে মশাল প্রজ্জ্বলন করে পুরো মাঠ প্রদক্ষিণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক(দিবা), সহকারি প্রধান শিক্ষক সুদীপ্তা রাণী রায়(প্রভাতী), শিক্ষক হাসিনা আক্তার চৌধুরী, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, শ্যামল চন্দ্র, ওয়ালিউল্লাহ সরকার, সিনিয়র শিক্ষক জিয়াউল হক ও সিনিয়র শিক্ষক মাসুদুল হক । প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।