সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সোমবার বাদ আছর কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে দোয়া মোনাজাত সম্পন্ন করা হয়।

কুমিল্লা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মতিন দোয়া-মোনাজাত পরিচালনা করেন। শ্বাসকষ্ট সমস্যা থেকে হৃদরোগে আক্রান্ত হন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা: দেবী শেঠীর পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

এদিকে অসুস্থ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দ্রুত সুস্থতাসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়জার মোহাম্মদ ফারাবী, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো. মাঈন উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মজিদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন