কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (খাদ্য ও আর্থিক) সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) দুপুরে কুমিল্লা রেল স্টেশনে ২০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের পক্ষে উপহার সামগ্রী প্রদান করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহম্মদ শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন ও নেজারত ডেপুটি কালেক্টরেট মো: জিয়াউর রহমান।
এছাড়াও এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়।