কুমিল্লা তাল্লুকপাড়ার সুইটি হত্যার আসামি নরসিংদী থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা তাল্লুকপাড়ার সুরাইয়া সুইটি হত্যার এক আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করেন থানার এসআই তীথংকর দাস। গ্রেফতারকৃত চান্দলা ইউপির দক্ষিণ চান্দলা খলিফাপাড়ার হারুন মিয়ার ছেলে মো. হারিজ মিয়া।
থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, নরসিংদীর রায়পুরা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। তাকে আদালত কুমিল্লা কারাগারে পাঠিয়েছেন। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর তাল্লুকপাড়ার একটি পুকুরে সুরাইয়া সুইটির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বোন জেসমিন আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে হারিজ মিয়াকেও আসামি করা হয়।