কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর ছাত্র সমাজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টারঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজ।
গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউনহল মাঠের কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক গোলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, মহানগর জাতীয় সমাজের সভাপতি মহিন উদ্দিন, সাধারন সম্পাদক কাজী জাহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।