শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে রিকসাচালকের কষ্টের টাকা কেড়ে নিলো ছিনতাইকারি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

রিকশা চালক রিপন,বাড়ি ঠাকুরগাঁও। করোনার মধ্যেও জীবিকার তাগিদে কুমিল্লা শহরে রিকশা চালায়। শুক্রবার সকালে নগরীর ঢুলিপাড়া এলাকার বাবুলের গ্যারেজ থেকে রিকশা নিয়ে সারা দিন ৬৭০ টাকা উপার্জন করে ।

সন্ধ্যায় আদালত পাড়া  থেকে আমার রিকসায় একযাত্রী উঠে  সদর হাসপাতালে যায়, সেখানে ১০ মিনিট দেরি করে ধর্মসাগর পাড়ের কাছে এসে যাত্রী রিকশা থেকে নেমে ছুরি ধরে পকেটে যা আছে তা নিয়ে চলে যায় ।

কান্নাজড়িত কন্ঠে রিকসাচালক  রিপন কথাগুলো বলেন কান্দিরপাড় করোনামঞ্চে বসা পুলিশের এক কনস্টেবলের কাছে।

রিকসাচালক রিপন জানান, আমার রিকসা মালিকও বিশ্বাস করবেনা, আবার বাড়িতে সকালে কিস্তির ৩০০ টাকাও পাঠাতে পারবনা।আমি কি করব.. বলেই হাউমাউ করে  অঝোরে কাদলেন।

রিকসাচালক রিপনের মত আরো অনেকেই নগরীর ছিনতাইকারিদের কাছে অসহায়। যদিও পুলিশ প্রশাসন গত ২ মাস ধরে বেশ সক্রিয় । ছিনতাইরোধে তারা কাজ করছে। তারপরও ছিনতাই কিন্তু এখনো কমেনি বলে স্থানীয় একাধিক সূত্র জানায় ।

আর পড়তে পারেন