কুমিল্লা নগরীর বাগিচাগাঁওতে র্যাবের অভিযানে ভিওআইপি যন্ত্রপাতিসহ আটক এক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে বিপুল পরিমান ভিওআইপি যন্ত্রপাতিসহ আফজল শরীফ (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর বাগিচাগাঁও নতুন চৌধুরীপাড়ার এলাকার “নীহারিকা” নামক একটি ভবনের ৫ম তলায় কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া আফজল শরীফ কুমিল্লা নগরীর তালতলা এলাকার বজলুর রহমানের ছেলে। আফজল শরীফ নীহারিকা নামক ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে এ অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করে ওই বাসা থেকে ১০টি ভিওআইপি বক্স, ৪ টা ল্যাপটপ, ১ হাজার ৫ শত মোবাইল সিমসহ আফজলকে আটক করি। তার আরো এক সহযোগি পলাতক রয়েছে।