কুমিল্লা নগরীর বিষ্ণপুরে একজন করোনায় আক্রান্ত, সর্বমোট আক্রান্ত ১৩

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীতে আজ মঙ্গলবার নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই পর্যন্ত শহরে মোট ১৩ জন আক্রান্ত হয়েছেন ।
নগরীতে আক্রান্ত ব্যাক্তি কুমিল্লা নগরীর বিষ্ণপুরের বাসিন্দা।
এ বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ১৩ জন , সদরে ২ জন , তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১২ জন, দেবিদ্বারে ৪৩ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ২ জন ,মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগরে ১৯ জন, হোমনায় ২ জন, নাঙ্গলকোটে ২ জন ও লাকসামে ১৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫৯ জন।