কুমিল্লা নূরে মদিনা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার:
গত ২১শে ফেব্রুয়ারি কুমিল্লা মৌলভীপাড়া নূরে মদিনা মাদ্রাসার ছাত্রদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পায়েল, মহানগর ১৫ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি রাসেল রানা, ১৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নাসিম রেজভী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও অর্থ সম্পাদক রাশেদ আহমেদ রিমন ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোহাম্মদ শাহ জালাল।