সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডে প্রথম দিনেই অনুপস্থিত ২,৫৫৩ শিক্ষার্থী, বহিষ্কার ১ জন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনই অনুপস্থিত ছিলেন মোট ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষাকালীন সময়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম।

শিক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমরা জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি। কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণের পর অনুপস্থিতির প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে আলাদা করে পর্যবেক্ষণ চালানো হবে।”

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম দিনের পরীক্ষায় জেলার ভিত্তিতে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল: কুমিল্লা ৮১২ জন, চাঁদপুর ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া ৫৭২ জন, নোয়াখালী ৪৪৪ জন, ফেনী ১৭৭ জন এবং লক্ষ্মীপুরে ২১১ জন।

এছাড়া, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশগ্রহণ করছে।

এছাড়া বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর ২৩ জন শিক্ষার্থী শ্রুতিলেখকের সহায়তায় এবং দুইজন শিক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা শুরুর পর সকালে কুমিল্লার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। তিনি বলেন, “এবারের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। প্রতিটি কেন্দ্রেই আমরা সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার সুপারিশও করা হবে।”

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ কিংবা কর্মসংস্থানের জন্য বিদেশে চলে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারে না। তবে আশার কথা হলো, গত বছরের তুলনায় এবার ঝরে পড়ার হার কিছুটা কম।”

আর পড়তে পারেন