কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথকে দেখা যাবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে প্রথমবারের মতো বিপিএল খেলবেন অস্ট্রেলিয়ার এ ক্রিকেটার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে। আগামী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলে ষষ্ঠ আসর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছেন স্মিথ। তার সঙ্গে আছেন ওপেনার ডেভিড ওয়ার্নারও। ওয়ার্নারকেও এ বছর বিপিএলে দেখা যাবে। তাকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স।
আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না দুজনই। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডার পর দুজন খেলেছিলেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ। এবার দুজনকেই যাবে বিপিএলে।