সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজ সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা সদরে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন জেলার নাঙ্গলকোট উপজেলার চার্বিতলা গ্রামের মৃত আবুল বাসারের ছেলে।

আল-আমিনের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী ফরিদ আহমেদ জানান, তারা এ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ঘুরতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান আসতে দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়। এসময় মাথায় আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আল-আমিন।

কোতয়ালী মডেল থানার  ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন