কুমিল্লা রেলস্টেশনের ছিনতাইকারী চক্রের ৯ সদস্য দেশীয় অস্ত্রসহ আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা রেলস্টেশনের আশপাশ এলাকার চিহ্নিত ছিনতাইকারী/ডাকাত চক্রের ৯ সদস্যকে দেশীয় ০৮টি বিভিন্ন আকৃতির ছুরি, রামদাসহ আটক করেছে ডিবি পুলিশ।
পবিত্র ঈদকে কেন্দ্র করে জেলাজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, রোধ কল্পে পুলিশ সুপার বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কোতোয়ালি মডেল থানা পুলিশ ধর্মপুর রেলগেট ম্যাক্স কোম্পানির গোডাউনের এলাকা থেকে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় ০৮টি বিভিন্ন আকৃতির ছুরি, রামদাসহ জব্দ করে। এ সময় ৮ জনকে আটক করে।
আটক হওয়া ছিনতাইকারি-ডাকাত চক্রের সদস্যরা হলেন, মোঃ নাজমুল (২৪), মোঃ রিয়াদ (২০), মোঃ শুক্কুর মিয়া(২৪), মোঃ ইমন(২৫), মোঃ ইসমাইল হোসেন (২২), মোঃ রমজান হোসেন (২২), মোঃ শাওন হোসেন (২০)
ও মোঃ সাইমন(২১) ।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ডাকাতরা আসন্ন ঈদ উপলক্ষে রাত্রিবেলায় বাস /ট্রেনে আসা যাত্রীদের মালামাল ও টাকা পয়সার লুট করার উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল ।