কুমিল্লা সদরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
![news-image](https://www.ajker-cumilla.com/wp-content/uploads/2019/02/51659905_238105883804336_6646422256601792512_n.jpg)
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে সিয়াম নামে তিন বছর বয়সী এক শিশু। আজ মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের সৌদি প্রবাসী সায়মন মিয়ার পুত্র। কয়েকদিন পূর্বে সে তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে খেলা করতে করতে সবার অজান্তে হঠাৎই নানার বাড়ির উত্তর পাশের পুকুরে পড়ে যায় সিয়াম। কিছুক্ষণ পর পুকুরের পাশ দিয়ে যাওয়ার পথে ইলাশপুর মসজিদের ইমাম মাওলানা মোখলেছুর রহমান শিশুটিকে পুকুরের পানিতে ঝাঁপটাতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত্য ঘোষণা করেন।
শিশু পুত্রকে হারিয়ে শোকে কাতর সিয়ামের মা পাখি আক্তার জানান, ‘কয়েকদিন আগে আমার আদরের ধনকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম। এখন আমি শূন্য বুকে কি নিয়ে ফিরবো, তার বাবাকে কি জবাব দিবো।’
মা পাখি আক্তারের আহাজারীতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ।