কুমিল্লা সদরে যুবককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে মাসুক মিয়া (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুক মাঝিগাছা গ্রামের মধ্যপাড়ার মৃত ফরিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রোববার রাতে মাসুকের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে মাসুকের পিঠে এবং ঘাড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে হাসাপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামের লোকজন ধাওয়া করে নাছির উদ্দিনকে আটকের পর গণধোলাই দেয়। সে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।












