কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচংয়ে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) বিকেলে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে এই ঈদ সামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার। সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমদাদুল হক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক – এ এইচ এম তারিকুল ইসলাম লিটন, খোরশেদ আলম ( সৌদি প্রবাসী)। নির্বাহী সদস্য আরিফুল ইসলাম ও জাহিদ ইমাম মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
পবিত্র ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভাগাভাগি করার লক্ষ্যে এই সামগ্রী বিতরণ করা হয় বলে বক্তারা জানান।