কুমিল্লা সেনানিবাসে ১ম এস কিউ গ্রুপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ১ম এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টে এসময় শতাধিক গলফার অংশগ্রহণ করেন।
শনিবার (১৮ মার্চ) সকাল ৯টায় ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জিওসি মো: মাইনুর রহমান এবং এস কিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন।