কুমিল্লা ৮ (বরুড়া) আসনের হাতপাখা প্রতীকের নির্বাচন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় ইসলামী আন্দোলনের বাংলাদেশ বরুড়া উপজেলা শাখার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে হলরুমে কাউন্সিলর মোঃ আবু নোমান এর সভাপতিত্বে নির্বাচনী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ একেএম মিজানুর রহমান ফারকী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ আল মামুন, হা. মমিনুল হক, মোঃ শাহ জালাল খাঁন, মাওঃ আনোয়ার হোসেন সাইফী, মোঃ শাহজাহান খাঁন, যুব নেতা মোঃ জাহাঙ্গির আলম, ছাত্র নেতা হা. ইব্রাহীম খলিল প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদকে বাদ দিয়ে বিকল্প আদর্শ হিসাবে ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলাম একটি শ^াশত জীবন বিধান। সকল মতামতের কুফল থাকলেও ইসলামে শুধুই সুফল রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পর যারাই দেশ পরিচালনা করেছে তারাই ক্ষমতা প্রেমিক হয়েছে। তাই ক্ষমতা প্রেমিকদের বাদ দিয়ে দেশ প্রেমিকদের ক্ষমতায় আনতে হবে। এই জন্য সৎ, দেশপ্রেমিক মাওলানা একেএম মিজানুর রহমান ফারুকীকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেন।