কুমেক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা রোগীর চিকিৎসা শুরু হবে ১ জুন থেকে

১জুন থেকে
স্টাফ রিপোর্টার;
১ জুন থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। ইতিমধ্যে ১০টি আইসিও বেডসহ করোনা রোগীর চিকিৎসার জন্য ১৫৪টি বেড সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো.মজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমেক পরিচালক জানান,করোনা রোগীদের চিকিৎসার জন্য ইতিমধ্যে আমরা ৩৭ জন চিকিৎসক এবং ৬৩ জন নার্স নিয়োগ দিয়েছি। ১০টি আইসিও বেডসহ ১৫৪টি বেড শুধু করোনা রোগীদের জন্য প্রস্তুত করেছি। আমরা উদ্ধোধন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রী ও স্থানীয় এমপি মহোদয়ের কাছে সময় চেয়েছি। অতিথিদ্বয় সময় দিলে আশা করি আগামী ১ জুন আমরা উদ্ধোধন করব ইনশাল্লাহ।
কুমেক পরিচালক বলেন, ইতিমধ্যে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন আর কুমেক হাসপাতালের অধীন ফোর্টিজ হাসপাতালে আছে ৮জন এই ২৮ জন করোনা রোগী এখন আমাদের চিকিৎসাধীন রয়েছে।