শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০২৪
news-image

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোটার:

খাগড়াছড়ির মধুপুর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে সেটেলার কর্তৃক আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি-দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটিকনিক্যালসহ বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মজিবীরা অংশগ্রহন করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘ঠিক কতবার স্বাধীন হলে পাহাড়ের শান্তি ফিরবে? পাহাড়ের সেনা ব্যারাকে পাঠাও; পর্যটনের নামে ভূমি দখল বন্ধ কর; এক দেশে দুই নীতি মানিনা মানবো না; পাহাড়ে আগুন কেনো? সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে; বিচ্ছিন্নতাবাদী নয় সম্পৃক্ত হতে চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

বক্তারা বলেন, অনেকেই মনে করে যে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই, ব্যাপারটা সত্য নয়। আমরা বাংলাদেশের সাথে থেকেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চাই। বিভিন্ন সময় পাহাড়ের বসবাসকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে যেটা সত্যি নয়। বরঞ্চ আদিবাসীদের জমি নিয়ে সেখানে বাঙ্গালীদের আবাসন করা হয়েছে। আমাদের অনেকেই এখনো ভারতের শরণার্থী হিসেবে বাস করে। আমরা কোনভাবে জুমল্যান্ড গঠনের পরিকল্পনা করছি না।

আর পড়তে পারেন