“খুশির ইফতার ১০” : এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিল কুমিল্লা ভিবিডি

স্টাফ রিপোর্টার:
ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাসকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – কুমিল্লা জেলা ধারাবাহিকভাবে ১০ম বারের মতো আয়োজন করেছে “খুশির ইফতার ১০”।
গত ২৬ মার্চ কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার নুরজাহান হোটেলে এই বিশেষ ইফতার আয়োজন সম্পন্ন হয়।
এতে দুটি মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেয়। ইফতার আয়োজনের পাশাপাশি শিশুদের হাতে ঈদ উপহারও তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দের অংশীদার হতে পারে। স্বেচ্ছাসেবকরা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে, গল্প করে ও ইফতার ভাগাভাগি করে এক উষ্ণ পরিবেশ তৈরি করেন।
অনুষ্ঠানের মূলপর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর ভিবিডি – কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক জেরিন আফরোজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এসময় সংগঠনের এলুমনাই মেম্বার এবং আমন্ত্রিত অতিথিরা নিজেদের মূল্যবান মতামত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জেরিন আফরোজ সার্বিক তত্ত্বাবধান করেন এবং প্রায় ৭০ জন ভলান্টিয়ারকে পরিচালনার দায়িত্বে ছিলেন।
আয়োজক টিম লিডারের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি মিফতাহুল জান্নাত। এছাড়া দায়িত্বে ছিলেন জেলা বোর্ডের সদস্য রোসদানিয়া বুশরা, সাকিল ইসলাম, আশিক মজুমদার, সারাহ নুর প্রমুখ।
এই আয়োজনে ভিবিডি – কুমিল্লা জেলার বর্তমান ও সাবেক বোর্ড মেম্বার, এলামনাই মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।